Logo

করোনাভাইরাস : আজ নবীগঞ্জে শনাক্ত হলেন যারা

স্টাফ করেসপন্ডেন্ট
জাগো নিউজ : রবিবার, জুন ২১, ২০২০

image_pdfimage_print

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় নতুন করে রাজনৈতিক নেতা,শিক্ষক,সরকারি কর্মচারীসহ ৪ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে নবীগঞ্জ উপজেলায় মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩৬ জন।

আজ রবিবার (২১জুন) বিকেলে আসা রির্পোটে তাদের করোনা পজিটিভ শনাক্ত হওয়ার বিষয়টি ‘জাগো নিউজ’কে নিশ্চিত করেছেন নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ ।

নতুন ৪ জন করোনা আক্রান্ত রোগী হলেন, একটি রাজনৈতিক সংগঠনের আহবায়ক, একটি প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক, নবীগঞ্জ উপজেলা ভূমি অফিসের এক অফিস সহায়ক ও ঔষধ কোম্পানির একজন প্রতিনিধি ।

এ প্রসঙ্গে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ ‘জাগো নিউজ’কে  বলেন, নবীগঞ্জ উপজেলায় এ পর্যন্ত ৭২৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদের মধ্যে রিপোর্ট এসেছে ৪৭২টি। আজ নতুন ৪ জন সহ সর্বমোট ৩৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। অপর ৪৩৬ টি রিপোর্ট নেগেটিভ। ইতোমধ্যে ২৪ জন সুস্থ হয়েছেন।

এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল ‘জাগো নিউজ’কে বলেন, করোনা সংক্রমণ দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে, করোনাভাইরাস থেকে রক্ষা পেতে সকলকে স্বাস্থ ্যবিধি মেনে বাসা-বাড়িতে থাকার এবং অতি জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ারও আহবান জানান ইউএনও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

অন্যান্য সংবাদ
Theme Created By ThemesDealer.Com
x
error: কপি করা নিষেধ !
x
error: কপি করা নিষেধ !