২৪ ঘণ্টায় সিলেটে ১০০ মি.মি. বৃষ্টি, দ্রুত বাড়ছে নদ-নদীর পানি

জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০১ জুলাই ২০২৩, ৩:৫৬ অপরাহ্ণ
বর্ষার ভরা মৌসুমে সিলেটসহ দেশের বেশির ভাগ জায়গায় ভারি বর্ষণ অব্যাহত রয়েছে। সিলেটে শনিবার (১ জুলাই) সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত মোট ৬২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় সিলেটে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১০০ দশমিক ১ মিলিমিটার।
এদিকে কয়েক দিনের টানা বৃষ্টিপাত, পাহাড়ি ঢল ও উজান থেকে নেমে আসা পানিতে সুরমা, কুশিয়ারাসহ সবকটি নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার খবর পাওয়া গেলেও আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়নি। তবে জনমনে শঙ্কা তৈরি হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর সিলেট কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজিব হোসেন বলেন, ‘এখন মৌসুমি বায়ু বেশ সক্রিয় রয়েছে। আষাঢ়ের মাঝ সময়ে দেশের অধিকাংশ এলাকায় মাঝারি থেকে ভারি বর্ষণ হচ্ছে। আগামী দু-তিন দিনের মধ্যে ধীরে ধীরে বৃষ্টিপাতের প্রবণতা কমবে। তবে সপ্তাহের শেষে দিকে ফের ভারি বর্ষণের আভাস রয়েছে।’
শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সিলেটে ১০০ দশমিক ১মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল, তবে শনিবার সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৬২ মিলিমিটার।
এছাড়া গত ২৪ ঘণ্টায় বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত চট্টগ্রামে ১৩৮ মিলিমিটার এবং কিশোরগঞ্জের নিকলীতে ১০৯ মিলিমিটার রেকর্ড করা হয়েছে।
এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর-পূর্ব মধ্য প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি দুর্বল হয়ে পড়েছে। মৌসুমি বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
শনিবারের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, সিলেট, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের বেশির ভাগ জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।
তবে সারাদেশে আগামী ৭২ ঘণ্টা বা তিন দিনে বৃষ্টিপাতের প্রবণতা কমার পূর্বাভাস জানানো হয়েছে।
এদিকে দেশে বিভিন্নস্থানে বৃষ্টিপাতের প্রবণতা কমলেও উজানে ভারি বর্ষণে সুনামগঞ্জ-নেত্রকোনার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির শঙ্কা করছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান ভুঁইয়া জানান, দেশের উত্তর পূর্বাঞ্চলের নদ-নদীর পানি বাড়ছে। আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, আগামী ৭২ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারি থেকে অতি ভারি বর্ষণের আভাস রয়েছে।
এতে ওই সময়ে এ অঞ্চলে সুরমা, কুশিয়ারা, যাদুকাটা, সারিগোয়াইন, সোমেশ্বরীর পানি বেড়ে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা জেলার কিছু নিম্নাঞ্চলে স্বল্প মেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
আগামী ২৪ ঘণ্টায় তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার কাছাকাছি অবস্থান করতে পারে বলে শঙ্কা করা হচ্ছে। এছাড়া সুনামগঞ্জের ছাতকে সুরমা নদীর পানি এখনও বিপৎসীমার ৪৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বাকি সব নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

