হবিগঞ্জ প্রেসক্লাবে প্রেস কাউন্সিলের বই প্রদান

জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৮ অক্টোবর ২০২০, ৩:৫২ অপরাহ্ণ
বাংলাদেশ প্রেস কাউন্সিল থেকে হবিগঞ্জ প্রেসক্লাবের লাইব্রেরিতে বই প্রদান করা হয়েছে।
রোববার দুপুরে এ উপলক্ষে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অনলাইনে প্রধান অতিথির বক্তৃতা করেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ।
বিশেষ অতিথির বক্তৃতা করেন প্রেস কাউন্সিলের সচিব মো. শাহ আলম। প্রেসক্লাব সভাপতি মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান জাহিরের পরিচালনায় এতে বক্তৃতা করেন সাবেক সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মো. ফজলুর রহমান, গোলাম মোস্তফা রফিক, রাশেদ আহমদ খান, আব্দুল হাকিম প্রমূখ। অনুষ্ঠানে প্রেস কাউন্সিলের পেশকার অর্জুন কুমার রায় ৪০টি বই হস্তান্তর করেন।
