Logo
শিরোনাম :
নবীগঞ্জ কলেজের অধ্যক্ষ ও কর্মচারী অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে ফুঁসে উঠেছে শিক্ষার্থীরা করোনায় আক্রান্তদের সুস্থতা কামনায় হবিগঞ্জ জেলা তাঁতলীগের দোয়া ও মিলাদ মাহফিল এমপি মিলাদ গাজীর রোগমুক্তি কামনায় জেলা তাঁতলীগ সভাপতির উদ্যোগে মিলাদ মাহফিল এমপি মিলাদ গাজীর রোগমুক্তি কামনায় যুবলীগ নেতার উদ্যোগে দোয়া মাহফিল হবিগঞ্জের রশিদপুর গ্যাসফিল্ডে অগ্নিকাণ্ড পানিতে ডুবে শিশুর প্রাণহানি মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে কারাদণ্ড পিকআপ ভ্যান কেড়ে নিল ছাত্রলীগ নেতার প্রাণ করোনা ভাইরাস : শনাক্তের নতুন রেকর্ড : মৃত্যু ৬৩ ‘শিশুবক্তা’ রফিকুল মাদানীকে আটক করেছে র‌্যাব

হবিগঞ্জ পৌর নির্বাচন: শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোটগ্রহণ

স্টাফ করেসপন্ডেন্ট / ১৫৯ বার পঠিত
জাগো নিউজ : রবিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২১

নিরবিচ্ছিন্ন-শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে চলছে হবিগঞ্জ পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ।

রোববার (২৮ ফেব্রুয়ারি) হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে সকাল ৮ টা থেকে শুরু হয় ভোটগ্রহণ চলবে বিকাল ৪ টা পর্যন্ত। প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম)এর মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে কঠোর অবস্থানে রয়েছে নির্বাচন কমিশন। নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে বিজিবি, পুলিশ, আনসার এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কেন্দ্রে কেন্দ্রে গড়ে তোলা হয়েছে নিরাপত্তা বলয়।

হবিগঞ্জ পৌরসভার ৯ ওয়ার্ডের ২৪ কেন্দ্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৬ জন নির্বাহী ও একজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৪ স্থরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। নিরাপত্তার দায়িত্বে কাজ করছেন ৬৭৩ জন পুলিশ সদস্য, ৬ প্লাটুন বিজিবি, র‌্যাবের ৪টি টিম ও ২১৬ জন আনসার সদস্য ।

অনুষ্ঠিতব্য পৌর নির্বাচনে মেয়র পদে লড়ছেন
বর্তমান মেয়র আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান মিজান (নারকেল গাছ), আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হবিগঞ্জ জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম(নৌকা) বিএনপি মনোনীত প্রার্থী হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক অ্যাডভোকেট এনামুল হক সেলিম,

বাংলাদেশ ইসলামি আন্দোলনের মনোনীত প্রার্থী
শামসুল হুদা (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী মো. বশিরুল আলম (কাওছার) (মোবাইল)ও গাজী মো. পারভেজ হাসান (জগ) প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এ ছাড়া ৯ ওয়ার্ডে কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

হবিগঞ্জ পৌরসভার মোট ভোটার ৫০৯০৩ জন এর মধ্যে ২৫২৮৩ জন পুরুষ এবং ২৫৬২০ জন নারী।

হবিগঞ্জ জেলা নির্বাচন অফিসার সাদেকুল ইসলাম বলেন- যেকোনো ধরণের বিশৃঙ্খলা এড়াতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, আশা করি সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে।


অন্যান্য সংবাদ
Theme Created By ThemesDealer.Com
error: কপি করা নিষেধ !
error: কপি করা নিষেধ !