Logo

হবিগঞ্জে ২ নারীসহ ৭ জন পেলেন সেরা করদাতার সম্মাননা

আনোয়ার হোসেন মিঠু ,স্পেশাল করেসপন্ডেন্ট
জাগো নিউজ : বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১১, ২০২১

image_pdfimage_print

হবিগঞ্জে ২ নারীসহ ৭ জনকে তিন ক্যাটাগরিতে সেরা করদাতার সম্মাননা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারী) বিকেলে হবিগঞ্জ কর অফিসে আয়োজিত আলোচনা সভায় হবিগঞ্জ কর অঞ্চলের সহকারী কর কমিশনার মোঃ আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে ও কর পরিদর্শক মো. শফিকুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কর কমিশনার মীর আজম আলী, হবিগঞ্জ আয়কর আইনজীবী সমিতির সভাপতি নলিনী কান্ত রায় নিরু, তরুণ আয়কর আইনজীবী মো. মোস্তফা মিয়া, আইনজীবী শামীমসহ আয়কর কর্মকর্তা কর্মচারী ও আইনজীবিবৃন্দ।

তিন ক্যাটাগরিতে সেরা করদাতার সম্মাননা দেয়া হয়েছে। তাদের মধ্যে ২০১৯-২০২০ করবর্ষে তরুণ করদাতা রাজীব কুমার দাস, সর্বোচ্চ মহিলা করদাতা মাধবী লতা পাল, দীর্ঘসময় ধরে কর দেওয়ায় এম ওয়াহিদুল হক, নাসির উদ্দিন ও সর্বোচ্চ কর দেয়ায় মিজানুর রহমান শামীম, মো আহসান কবির, ও মোছাঃ সাইদাতুন নেছাকে সম্মাননা দেয়া হয় ।

সভাপতির বক্তব্যে সহকারী কর কমিশনার মোঃ আব্দুর রাজ্জাক সেরা করদাতাদের অভিনন্দন এবং সবাইকে সঠিক সময়ের মধ্যে কর প্রদান করার আহ্বান জানান এবং কর বিষয়ে যেকোন পরামর্শ জন্য অফিসে যোগাযোগ করার অনুরোধ জানান ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

অন্যান্য সংবাদ
Theme Created By ThemesDealer.Com
x
error: কপি করা নিষেধ !
x
error: কপি করা নিষেধ !