Logo

হবিগঞ্জে সাঁকো ভেঙে মরদেহসহ নদীতে

করেসপন্ডেন্ট,হবিগঞ্জ / ৪৪৩ বার পঠিত
জাগো নিউজ : শুক্রবার, ১২ জুন, ২০২০

হবিগঞ্জে ঝুঁকিপূর্ণ সাঁকো উপর দিয়ে মরদেহ নিয়ে নদী পারাপার হতে গিয়ে সেটি ভেঙে পড়ে ৬ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের কাজিরখিল খনকারিগাঁও দিয়ে বয়ে যাওয়া করাঙ্গী নদীতে এ ঘটনাটি ঘটে। আহতদের উদ্ধার করে চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে খনকারিগাঁও গ্রামের নিরঞ্জন পালের ছেলে দুলাল পাল (৪০) হঠাৎ বুকের ব্যথায় ছটপট করতে থাকলে তাকে মৌলভীবাজার হাসপাতালে নিয়ে যান স্বজনরা। হাসপাতালে দুলাল মারা গেলে বিকেল ৩টার দিকে বাড়িতে ফেরার পথে করাঙ্গী নদীর সাঁকো ভেঙে দুলালের মরদেহসহ ৬ জন নদীতে ভেসে গেলে স্থানীয় এলাকাবাসী আধাঘণ্টা খোঁজাখুঁজির পর দুলালের মরদেহসহ অন্যদের উদ্ধার করেন। এতে আশিক, সুমন, আব্দুল মতিনসহ ৬ জন আহত হয়।

চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সত্যজিৎ রায় ‘‘জাগো নিউজ’’কে বলেন, ‘বিষয়টি আমি ফোনের মাধ্যমে জানতে পেরেছি।’ তিনি জানান, ঝুঁকিপূর্ণ এ সাঁকোটি নির্মাণের নির্দেশনা দিলেও প্রতিনিধিরা যথাযথ পদক্ষেপ না নেয়ায় মর্মান্তিক ঘটনাটি ঘটে। কিছু দিনের মধ্যেই সাঁকোটি পুনর্নির্মাণ করা হবে।


অন্যান্য সংবাদ
Theme Created By ThemesDealer.Com
error: কপি করা নিষেধ !
error: কপি করা নিষেধ !