হবিগঞ্জে র্যাবের ভ্রাম্যমান আদালতের অভিযান : ৫ লাখ টাকা জরিমানা

জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৯ ডিসেম্বর ২০২০, ৬:৫৩ অপরাহ্ণ

নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন, সংরক্ষণ-বাজারজাতসহ বিভিন্ন অভিযোগে হবিগঞ্জের বিসিক শিল্প নগরীর ৩টি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা করেছে র্যাব-৯ এর ভ্রাম্যমান আদালত।
বুধবার বিকেলে র্যাব-৯ এর শ্রীমঙ্গল ক্যাম্পের একটি টিম শহরের বিসিক শিল্প নগরীর এলাকার বিভিন্ন বেকারীতে অভিযান চলায়। অভিযানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও লাইসেন্স নবায়ন না করাসহ বিভিন্ন অভিযোগে কাশফুল সুইটকে দেড় লাখ, আসাদ ফুডসকে ২ লাখ ও প্রাইম ফুডকে দেড় লাখ টাকা জরিমানা করেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তার হোসেন। অভিযানে র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের কোম্পানী কমান্ডার আহমেদ নোমান জাকি’র নেতৃত্বে র্যাবের একটি টিম তাদেরকে সহযোগিতা করে।
এ ব্যাপারে র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান ‘জাগো নিউজ’কে বলেন, তিনটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি তাদেরকে শতর্ক করে দেয়া হয়েছে পূণরায় যেন তারা এ ধরণের কার্যকলাপ থেকে দুরে থাকেন এবং বর্তমানের সকল সমস্যা সমাধান করে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেন।

