হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অভিযান চালিয়ে ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯। এসময় তাদের কাছ থেকে সাড়ে ৯ কেজি গাঁজা ও একটি সিএনজি (অটোরিকশা) জব্দ করা হয়।
বুধবার (১৯ মে) দুপুরে র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার এএসপি ওবাইন কর্তৃক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো, চুনারুঘাট উপজেলার সনখোলা গ্রামের আব্দুল মজিদের ছেলে রতন মিয়া(২৪), আব্দুল রেজেকের ছেলে মোঃ আক্কাছ আলী(২৮), মোঃ জয়নাল মিয়ার ছেলে মোঃ শফিক মিয়া(২৪), আব্দুল মজিদের ছেলে মোঃ রইচ মিয়া (৩১), ও হবিগঞ্জ সদরের বড়বহুলা গ্রামের আমির হোসেনের ছেলে মোঃ ইউসুফ মিয়া (২৭) । গ্রেফতারকৃত ৫ জনই পেশাদার মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে র্যাব।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- মঙ্গলবার (১৮ মে) রাতে র্যাব-৯ এর মেজর সৌরভ মোঃ অসীম শাতিল এবং সিনিয়র এএসপি এ.কে.এম কামরুজ্জামান এর নেতৃত্বে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দূর্গাপুর বাজারস্থ শাহাজালাল ষ্টোরের সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৫জন মাদক ব্যবসায়ীকে সাড়ে ৯ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। এসময় একটি সিএনজি (অটোরিকশা) জব্দ করা হয়।
র্যাব জানায়, সংশ্লিষ্ট মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে ।