হবিগঞ্জের সাথে সারা দেশের বাস চলাচল শুরু

জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৯ নভেম্বর ২০২০, ৪:৫৯ অপরাহ্ণ
সকাল থেকে হবিগঞ্জের সাথে সারা দেশের বাস চলাচল বন্ধ থাকার পর আজ বেলা ২টার পর বাস চলাচল স্বাভাবিক করা হয়েছে।
এর আগে সকল সিএনজি, নছিমন, অটোরিকশাসহ সব অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবীতে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেশ কয়েকটি বাস দাড় করিয়ে প্রতিবাদ শুরু করেন মটর মালিক গ্রুপসহ অঙ্গ সংগঠনগুলো । পরে জেলা প্রশাসক কামরুল হাসানের নিকট জেলার সকল বাসের(গাড়ীর) দ্বায়িত হস্তান্তর করে একটি স্বারক লিপি দেন তারা।
এ সময় জেলা প্রশাসক কামরুল হাসানের আহবানে দীর্ঘ ৩ঘন্টা বৈঠক করেন জেলা প্রশাসন ও বাস মালিক নেতৃবৃন্দ । বৈঠক শেষে হবিগঞ্জ মটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শঙ্ক শুভ্র রায়, জানান, জেলা প্রশাসকের আশ্বাসের ভিত্তিতে তারা বাস ধর্ঘঘট সাময়িক প্রত্যাহার করেছেন।

