হবিগঞ্জের বাহুবল উপজেলার রশিদপুর গ্যাসফিল্ডের একটি কূপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত মধ্যরাতে এ আগুন লাগে। খবর পেয়ে হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ ও শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রনে কাজ করছে।
ফায়ার সার্ভিস জানায়- হবিগঞ্জের বাহুবলে অবস্থিত রশিদপুর গ্যাসফিল্ডের একটি কূপে রাত সোয়া ১২টার দিকে আগুন ধরে। খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটসহ শায়েস্তাগঞ্জ ও শ্রীমঙ্গলের মোট ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে কোন জাগায় আগুন রেগেছে তা নিশ্চিত ভাবে জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী।