স্বাধীনতা দিবসে নবীগঞ্জে মানবিক সোসাইটির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ

জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৭ মার্চ ২০২২, ১২:২০ পূর্বাহ্ণ
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২ উপলক্ষে মানবিক সোসাইটি নবীগঞ্জ উপজেলার পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে।
শনিবার দুপুরে পানিউমদা রাগীব রাবেয়া স্কুল এন্ড কলেজ মানবিক সোসাইটি বাংলাদেশে নবীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মানবিক সোসাইটি নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি ইমরান তালুকদারের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোহাম্মদ সাদেক আহমেদের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী দেওয়ান ফরিদ গাজীর কনিষ্ঠ পুত্র বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য গাজী মোহাম্মদ শাহেদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- হবিগঞ্জ জেলা ছাত্রলীগ সাবেক উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক শেখ রাসেল শরীফ ও
নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা সুজিব খাঁন। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন আউশকান্দি ইউপি ছাত্রলীগ নেতা ইমরান আহমেদ রেজা,দেবপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জামিল আহমেদ, মোঃ মির্জা নাঈম বেগ, সুবেল তালুকদার, যুবলীগ নেতা আরজু, নাহিদ সরদার, ফয়ছল, সুহাদ, আরজু, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মানবিক সোসাইটি নবীগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সাদ উল্লা, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান,
ধর্ম বিষয়ক সম্পাদক সাহেল আহমেদ, হাবিজুর,জুয়েল সহ সংগঠনের নেতৃবৃন্দ।

