Logo

সোহাগের নতুন গান ‘কন্যার বয়স আঠারো’ (ভিডিওসহ)

নিজস্ব প্রতিবেদক
জাগো নিউজ : শনিবার, মার্চ ৫, ২০২২

image_pdfimage_print

লাল শাড়ি পরিয়া কন্যা রক্ত আলতা পায়/আমার চোখের জল মিশাইলা নিলা না বিদায়- বিরহ ঘরানার গানটি শোনেননি এমন শ্রোতা কমই রয়েছেন। তুমুল জনপ্রিয় গানটি ২০০৫ সালে প্রকাশিত কণ্ঠশিল্পী সোহাগের ‘রক্ত আলতা পায়’ শিরোনামের একক অ্যালবামের। সেই জনপ্রিয় কণ্ঠশিল্পী সোহাগের কন্ঠে প্রকাশিত হলো নতুন গান ‘কন্যার বয়স আঠারো’।

সম্প্রতি বিডি২৯ মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয় ‘কন্যার বয়স আঠারো’ শিরোনামের এই নতুন মিউজিক ভিডিও
জসিম উদ্দিন আকাশের কথায় সুর করেছে এফ এ প্রীতম। সঙ্গীত আয়োজনে ছিলেন সোহাগ এস বি।
মিউজিক ভিডিওতে মডেল হিসাবে কাজ করেছেন অলিভিয়া তামান্না, যুবায়ের অনি ও ইসমাইল খান হৃদয়। গানটির ভিডিও পরিচালনা করছেন জি এম সি সোহান। মিউজিক ভিডিওটি প্রযোজনা করেছেন জসিম উদ্দিন আকাশ।

গীতিকার জসিম উদ্দিন আকাশ বলেন, কন্ঠশিল্পী সোহাগ এস বি আমার লেখা গানটি অসাধারণ গেয়েছেন। গানটির সুর, সংগীতায়োজন, মিউজিক ভিডিও সব মিলিয়ে ‘কন্যার বয়স আঠারো’ গান ও ভিডিও এ সময়ের দর্শক-শ্রোতার মনে ছাপ ফেলবে বলেই আশা করছি।

পরিচালক জি এম সি সোহান বলেন, গীতাকার জসিম উদ্দিন আকাশের লিখনিতে গানটি সব কিছু মিলে দারুণ হয়েছে। মিউজিক ভিডিওতে মডেল হিসাবে কাজ করেছেন তাদের রসায়নটা ভালো ছিলো। আশা করছি দর্শক নিরাশ হবে না।

গানের লিংক:


আপনার মতামত লিখুন :

Leave a Reply

অন্যান্য সংবাদ
Theme Created By ThemesDealer.Com
x
error: কপি করা নিষেধ !
x
error: কপি করা নিষেধ !