Logo

সুনামগঞ্জে নৌকাডুবি: মায়ের লাশ উদ্ধার : ছেলে নিখোঁজ

করেসপন্ডেন্ট,সুনামগঞ্জ
জাগো নিউজ : বুধবার, আগস্ট ৫, ২০২০

image_pdfimage_print

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটির গুমাই নদীতে বাতাসের কবলে পড়ে নৌকা ডুবিতে নিখোঁজ মা কাজলা বেগমের (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনও নিখোঁজ রয়েছেন ছেলে কাঞ্চন মিয়া (১৭)। তাদের বাড়ি উপজেলার পাইকুরাটির ইউনিয়নের ভাটগাও গ্রামে। বুধবার (৫ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা ‌‘জাগো নিউজ’কে জানান, উপজেলার পাইকুরাটি গ্রামের গুমাই নদীতে সকাল ১০টার দিকে মা ও ছেলেসহ আরও কয়েকজন নদীর পাড়ে ছোট নৌকা করে লতা তুলতে গিয়েছিলেন। এ সময় ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে গেলে দুজন সাতরে উঠলেও নৌকায় থাকা মা কাজলা বেগম ও ছেলে কাঞ্চন মিয়া নিখোঁজ হন। বিকেল সাড়ে তিনটার দিকে খোঁজাখুঁজির পর মা কাজলা বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ ও স্থানীয়রা। ছেলে কাঞ্চন মিয়া এখনও নিখোঁজ রয়েছেন।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন ‌‘জাগো নিউজ’ জানান, দুপুরে ঝড়ে নৌকা ডুবির ঘটনায় নৌকায় থাকা ৪ জনের মধ্যে ২ জন নিখোঁজ ছিলেন এর মধ্যে কাজলা বেগম (৪০) নামের একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে আর তার ছেলে কাঞ্চন মিয়া (১৭) এখনও নিখোঁজ রয়েছে। উদ্ধার অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

অন্যান্য সংবাদ
Theme Created By ThemesDealer.Com
x
error: কপি করা নিষেধ !
x
error: কপি করা নিষেধ !