মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে হাল্ট প্রাইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। হাল্ট প্রাইজ প্রতিযোগিতায় তড়িৎ ও তাড়িত কৌশল বিভাগের ছাত্রদের সাফল্য। মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে আজ ২০ মার্চ হাল্ট প্রাইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
তরুণদের নোবেল পুরস্কার খ্যাত বিশ্বের সবচেয়ে বড় স্টার্টআপ অ্যাক্সিলারেটর প্রোগ্রাম ‘হাল্ট প্রাইজ’যা ২০১০ সাল থেকে সুইডেনের হাল্ট প্রাইজ ফাউন্ডেশন এই পুরস্কারের আয়োজন করে আসছে। সারা বিশ্বের হাজার হাজার তরুণ তাদের উদ্ভাবনী ধারণা নিয়ে এই প্রতিযোগিতায় অবতীর্ণ হয়।
প্রথমবারের মতো এবছর এই প্রতিযোগিতা আয়োজিত হচ্ছে সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে। প্রতিযোগিতায় ইউনিভার্সিটির ৭ টি বিভাগের ১৩ টি দল অংশগ্রহণ করে। উক্ত অনুষ্ঠানে তড়িৎ ও তাড়িত কৌশল (ইইই) বিভাগের জি.এম সিফাত ইকবাল ও আবির রহমান এবং ব্যাবসা অনুষদের রাভিনা বেগম এর সমন্বয়ে গঠিত দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ‘হাল্ট প্রাইজ’ এর বিচারক হিসাবে ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম , ড. মুন্সী নাসের ইবনে আফজাল , ড. মোহাম্মদ সাদিকুন্নবী চৌধুরী। মেট্রোপলিটন ইউনিভার্সিটির ছাত্রকল্যাণ উপদেষ্টা অধ্যাপক চৌধুরী মোহাম্মদ মোকাম্মেল ওয়াহিদ বলেন এই প্রতিযোগীতার মাধ্যমে শিক্ষার্থীরা এট্রেপ্রেনিওরশিপ সম্পর্কে সম্পূর্ন ধারণা পাবে, যা ব্যাবসা, অর্থনীতি সহ সব বিভাগেরর ছাত্রছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ। এই প্রতিযোগীতার বিজয়ী প্রথম তিনটি দল প্রতিযোগিতার চুড়ান্ত পর্বে অংশ নিবে। হাল্ট প্রাইজের চূড়ান্ত পর্বে যারা বিজয়ী হবে তারা জিতে নেবে ১ মিলিয়ন মার্কিন ডলার।