‘সিরাক-বাংলাদেশ’ এর ভার্চুয়াল ওয়েবিনার

জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২১ মার্চ ২০২১, ১:৪০ পূর্বাহ্ণ
গত ২০ই মার্চ ২০২১ জাতিসংঘ কর্তৃক পালিত ‘আন্তর্জাতিক সুখ দিবস’ উপলক্ষ্যে সিরাক-বাংলাদেশ এর উদ্যাগে ভার্চুয়াল ওয়েবিনার অনুষ্টিত হয়েছে।
তাসফিয়াহ হকের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সিরাক-বাংলাদেশের এক্সিকিউটিভ ডিরেক্টর এসএম সৈকত, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের এসিস্ট্যান্ট প্রফেসর (সাইক্রিয়াট্রি) ডা. সাঈদ এনাম, থিংক বাংলার প্রজেক্ট ম্যানেজার ও প্রিয় ক্যামেলিয়ার প্রতিষ্ঠাতা ক্যামেলিয়া হাসান, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক এবং টিম মেম্বার- প্রিয় ক্যামেলিয়া ডাঃ আফসানা আখিঁ।
অনুষ্ঠানে বক্তারা মানসিক স্বাস্থ্যবিষয়ক অজ্ঞতা এবং তা নিরসনে করণীয় সম্পর্কে আলোচনা করেন।বর্তমান মহামারীর প্রেক্ষিতে লকডাউনের কারণে মানুষের মানসিক স্বাস্থ্যের উপর বেশ বাজে প্রভাব পড়ছে বলেও জানান বক্তারা।
এছাড়াও অন্ধকার বিষাদ থেকে বেড়িয়ে এসে কিভাবে পৃথিবীতে আলো ছড়ানো যায় এ ব্যাপারেও মতামত ব্যাক্ত করেন বক্তারা।
সিরাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এসএস সৈকত ভবিষ্যতে মানসিক স্বাস্থ্য বিষয়ক এধরণের অনুষ্ঠান নিয়মিত করবেন বলেও বক্তব্য রাখেন।
ওয়েবিনারে দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ৫০ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।
ইসরাত জাহান ইভা জানান পৃথিবীতে ভালো থাকতে হলে নিজের উপর বিশ্বাস ও ভরসা রেখে এগিয়ে যাওয়া উচিত।
সানজিদা জান্নাত মানুষকে অহেতুক বাজে মন্তব্য করতে নিরুৎসাহিত করেন।
অনুষ্ঠানের অন্যতম বক্তা জান্নাতুল ফেরদাউস ও তাজকিয়া হাসান সবাইকে ভালোবাসা ও আনন্দ ছড়িয়ে দেয়ার উদ্দ্যেশ্যে মতামত দেন।
সিরাক বাংলাদেশের প্রোগ্রাম ডিরেক্টর শাহিনা ইয়াসমিন, সহযোগী প্রোগ্রাম অফিসার তাসনিয়া আহমেদ, প্রোগ্রাম অফিসার নাহিদুর রহমানও উক্ত অনুষ্টানে উপস্থিত ছিলেন।
