সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন গজনাইপুর ইউনিয়ন শাখার কমিটি গঠন

জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৩ নভেম্বর ২০২০, ১০:৪৮ অপরাহ্ণ
শাহ নুরুজামানকে সভাপতি ও জামাল উদ্দিন ছোটনলকে সাধারণ সম্পাদক করে নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়ন সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
গত (১৫ নভেম্বর) রবিবার সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন হবিগঞ্জ জেলা শাখার সভাপতির আশরাফ উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক শাহ মাজিদুর রহমান (শিপু) নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়ন শাখার কমিটি অনুমোদন করেন।
কমিটির অপর নেতৃবৃন্দরা হচ্ছেন-
সহসভাপতি: আব্দুল অদুদ,সঞ্জব আলী,আকলু মিয়া। যুগ্ম সাধারণ সম্পাদক শাহ রুহেন মিয়া,কোষাধ্যক্ষ ধন আহমদ, সাংগঠনিক সম্পাদক রুমান মিয়া, দপ্তর সম্পাদক ফকির আহমেদ সেজলু, প্রচার সম্পাদক শিশু মিয়া, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আহাদ মিয়া ।
এছাড়াও উক্ত কমিটিতে ১০ জনকে সদস্য করা হয়েছে।
সংগঠনের নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করান বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য গাজী মোহাম্মদ শাহেদ।

