হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় সাতছড়ি জাতীয় উদ্যানে ফের অস্ত্রের সন্ধান পাওয়া গেছে। অস্ত্র উদ্ধারে অভিযান চালিয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি।
(৩ মার্চ) মঙ্গলবার রাত ১২টার দিকে বিজিবি ৫৫ ব্যাটালিয়ানের হবিগঞ্জ ক্যাম্পের অধিনায়ক লে. কর্ণেল সামীউন্নবী চৌধুরীর নেতৃত্বে প্রথম দফায় অভিযান পরিচালনা করা হয় । এ নিয়ে সাতছড়িতে ৭ম দফায় অস্ত্রের সন্ধান মিললো।
তবে আজকের অভিযানে কী পরিমান অস্ত্রের সন্ধান পাওয়া গেছে এ বিষয়ে এখনো জানায়নি বিজিবি। অভিযান শেষে এ বিষয়ে গণমাধ্যমকে জানানো হবে বলে জানিয়েছে জানা গেছে।
প্রসঙ্গত, অস্ত্র উদ্ধারের বিষয়ে সাতছড়ি উদ্যান বেশ আলোচনার জন্ম দিয়েছে। ২০১৪ সালের ১ জুন সাতছড়ি জাতীয় উদ্যানে অস্ত্র উদ্ধারে প্রথম অভিযান করে র্যাব। সবশেষ ২০১৯ সালের ১৪ নভেম্বর পর্যন্ত কয়েক দফায় বিপুল পরিমাণ কামান বিধ্বংসী রকেট, রকেট চার্জার, রকেট লঞ্চার, মেশিনগানসহ বিপুল পরিমাণ বুলেট উদ্ধার করা হয়। আজ আবারও অলোচিত সেই উদ্যানে অভিযান শুরু হলো।