সাংবাদিক শাহ মিলাদুর আবেদ এর উপর হামলায় নবীগঞ্জ প্রেসক্লাবের প্রতিবাদ

জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৬ মার্চ ২০২০, ২:৫৯ অপরাহ্ণ

গতকাল বৃহস্পতিবার বিকালে শাহ মিলাদুর আবেদ বাজার থেকে নিজ বাসায় ঢুকার সময় তার উপর একদল লোক সন্ত্রাসী হামলা চালায়। এতে তিনি স্থানীয় লোকের সহায়তায় কোন রকম প্রানে রক্ষা পান।
গত জানুয়ারি মাসেও একই লোক জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে তার উপর হামলা চালায়। উক্ত হামলার প্রতিবাদ জানান প্রেসক্লাবের সাবেক সভাপতি এস আর চৌধুরী সেলিম সাধারণ সম্পাদক তছনুসহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।
এতে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতি আহবান জানায় নবীগঞ্জ প্রেসক্লাব।

