প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা করা, মিথ্যা মামলা প্রত্যাহার এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবীতে হবিগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হবিগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সাবেক সভাপতি ফজলুর রহমান চৌধুরী, সফিকুর রহমান চৌধুরী, শোয়েব চৌধুরী, সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদ প্রমুখ।
বক্তারা অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও জড়িতদের গ্রেফতারের দাবী জানান অন্যতায় বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী করে দেন সাংবাদিকরা।