শ্রীমঙ্গলে স্মার্টকার্ড বিতরন শুরু

জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৯ ফেব্রুয়ারি ২০২১, ৬:০৭ অপরাহ্ণ
শ্রীমঙ্গলে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার সকালে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মিলনায়তনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এসময় সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইসরাইল হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেব, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইসরাইল হোসেন জানান, শ্রীমঙ্গল উপজেলার ২ লক্ষ ৫১ হাজার ১শ’ ৩৯ জন ভোটারের মধ্যে প্রাথমিক ভাবে বিতরণের জন্য ২ লক্ষ ১২ হাজার ৯ শ’ ৯৩ জনের স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরন করা হবে। বাকিদের ধাপে ধাপে বিতরণ করা হবে।
