শিক্ষক হত্যা-লাঞ্ছনার প্রতিবাদে নবীগঞ্জে মানববন্ধন
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৩ জুলাই ২০২২, ৪:৩৭ অপরাহ্ণশিক্ষক হত্যা-লাঞ্ছনার প্রতিবাদে ও নিরাপত্তার দাবীতে নবীগঞ্জ উপজেলায় মানববন্ধন করেছেন উপজেলা শিক্ষক সমাজ।
রবিবার (৩ জুলাই) দুপুরে নবীগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে নবীগঞ্জ উপজেলার সকল পর্যায়ের শিক্ষক সমাজের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে নয় মৌজা কলেজ অধ্যক্ষ অধ্যাপক মুজিবুর রহমানের সভাপতিত্বে ও দিনারপুর কলেজের অধ্যক্ষ তনুজ রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন- নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ সফর আলী, ইনাতগঞ্জ ডিগ্রি কলেজর অধ্যক্ষ ড.সনজিত সেন রায়, হীরা মিয়া গার্লস স্কুলের সাবেক প্রধান শিক্ষক মোঃ বদরুজ্জামান, বর্তমান প্রধান শিক্ষক প্রদীপ রঞ্জন দাশ, নবীগঞ্জ সরকারি জে কে উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুস সালাম, আউশকান্দি র.প উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ লুৎফুর রহমান, ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুল আলম, আইডিয়াল উইমেন্স কলেজের অধ্যক্ষ নজির আহমেদ, কীর্তি নারায়ণ কলেজের অধ্যক্ষ টিটু দাশ। এতে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সালেহ আহমেদ,কুবায়দুর রহমান, মসিনুর রহমান, কানুমনি সরকার, বিপুল দেব, গোলাম রব্বানী, জাহাঙ্গীর বখত চৌধুরী, মোঃ রুবেল মিয়া, মো: শামীম আহমেদ, ফখরুল ইসলাম, কাঞ্চন বনিক, তাপস আচার্য, প্রভাষক খালিকুজ্জামান রুপেশ দাশ, রেজাউল আলম, কৃপেশ দেব, মো শাহীন, মোজাম্মেল, জিয়াউল আলম সাজু, আব্দুল কাদির, মোস্তাহিদ আহমেদ, শিক্ষক কৃপেশ চক্রবর্তী, সলিল দাশ, রাজিব দাশ, দিপক দাশ, আলী আজগর, শিলাপদ দাশ, অজয় ধর, শিক্ষক মহিনুর রহমান, পিন্টু রায়, অশেষ দাশ, গীতেন্ধ্র দাশ মীর জিয়াউর রহমান, সালেহা বেগম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা – গত ২৫ জুন আশুলিয়ার হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকারকে স্কুলমাঠে ক্রিকেট খেলার ব্যাট দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা এবং সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া শিক্ষকদের লাঞ্ছনার প্রতিবাদ জানান। বক্তারা শিক্ষক সমাজের নিরাপত্তা নিশ্চিত করার জন্য শিক্ষক নিরাপত্তা আইন দ্রুত সংসদে পাস করারও জোরদাবী জানান।