হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপি প্রার্থী মো. ফরিদ আহমেদ অলি জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৪ হাজার ৪১ ভোট।
উপজেলা নির্বাচন অফিস থেকে প্রাপ্ত বেসরকারি ফলাফলে এ তথ্য জানা গেছে। শায়েস্তাগঞ্জে অলির নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মাসুদউজ্জামান মাসুক পেয়েছেন ৩ হাজার ১শত ৪১ ভোট। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সদ্য বিদায়ী মেয়র মো. ছালেক মিয়া (নারকেল গাছ) প্রতীকে পেয়েছেন ২৫৯৯ ভোট, আবুল কাসেম (স্বতন্ত্র) জগ প্রতীকে ১৪৩০ভোট, ফজল উদ্দিন তালুকদার (স্বতন্ত্র) চামচ প্রতীকে ১৫১০ ভোট, ইমদাদুল ইসলাম (স্বতন্ত্র) মোবাইল ফোন প্রতীকে ৫২২ ভোট পেয়েছেন।
সোমবার (২৮ ডিসেম্বর) শায়েস্তাগঞ্জ পৌরসভায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে টানা ভোটগ্রহণ। ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে)।
শায়েস্তাগঞ্জ পৌর নির্বাচনে মেয়র পদে মাসুদউজ্জামান মাসুককে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সদ্য বিদায়ী মেয়র মো. ছালেক মিয়া। তার নির্বাচনি প্রতীক নারকেল গাছ। চামচ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতা করেন আরেক বিদ্রোহী প্রার্থী ফজল উদ্দিন তালুকদার। এ ছাড়া, জগ প্রতীক নিয়ে আবুল কাশেম শিবলু এবং মোবাইল ফোন প্রতীক নিয়ে উপজেলা ছাত্রলীগের সদস্য ইমদাদুল ইসলাম শীতল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।