শায়েস্তাগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ : নিহত ১

জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৯ অক্টোবর ২০২০, ৬:৫৯ অপরাহ্ণ
শায়েস্তাগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আজমান মিয়া নামে এক মাইক্রোবাস চালক নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৮ যাত্রী আহত হয়েছেন।
সোমবার (১৯ অক্টোবর) দুপুর ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে চৌধুরী পেট্রোল পাম্প নিকটে এ দুর্ঘটনার ঘটনা ঘটে ।
নিহত মাইক্রোবাস চালক আজমান মিয়া শায়েস্তাগঞ্জ পৌরসভার বিরামচর গ্রামের আব্দাল মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে পাওয়া, শায়েস্তাগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে চৌধুরী পেট্রোল পাম্প সংলগ্নে ঢাকাগামী একটি মিতালী পরিবহন ও সিলেটগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হলে মাইক্রোবাস চালক এ ঘটনাস্থলেই মারা যান। আহত অন্যান্য যাত্রীদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌফিকুল ইসলাম তৌফিক – দুর্ঘটনার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

