শায়েস্তাগঞ্জে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহীর মৃত্যু
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৫ আগস্ট ২০২০, ৩:১৩ অপরাহ্ণহবিগঞ্জের শায়েস্তাগঞ্জ হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে মোটরসাইকেল দুঘটনায় মোটরসাইেকল আরোহী সোহেল মিয়া (৩৫) নামে এক রাজমিস্ত্রী নিহত হয়েছে। এসময় কলেজছাত্র কিবরিয়াসহ আরো দুইজন আহত হয়। গুরুতর অবস্থায় কিবরিয়াকে ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়।
বুধবার দুপুরে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের জগতপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জ থেকে হবিগঞ্জ শহরে আসার পথে জগতপুর এলাকায় রাস্তার পাশে থাকা একটি গাছের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেলটি ছিটকে পরে। এতে ঘটনাস্থলেই সোহেল মিয়া নিহত হয়। তার সাথে থাকা কলেজছাত্র কিবরিয়াসহ দুইজন আহত হয়।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোজাম্মেল হোসেন ‘জাগো নিউজ’কে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।