লাখাইয়ে লেপ-তোষক তৈরির দোকানে ক্রেতাদের ভীড় !

জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৮ ডিসেম্বর ২০২০, ৬:৫০ অপরাহ্ণ

ঋতুর পরিক্রমায় শীতের আগমনীতে চিরচেনা প্রকৃতির সাথে পরিবর্তিত হচ্ছে মানুষের জীবনধারা। একটু একটু করে শীত জেঁকে বসতে শুরু করায় মানুষজন শীত মোকাবেলায় আগাম প্রস্তুতির জন্য ভীড় করছেন লেপ- তোষক তৈরির দোকানে। আবার অনেকে বাক্সে ভর্তি করা লেপ – তোষক, কম্বল বের করে মেরামত করছেন। পুরো শীত জুড়ে চলে লেপ- তোষকের দোকানগুলোতে ক্রেতাদের আনাগোনা।
অন্যের ঘুমকে আরামদায়ক করে তুলতে দোকানগুলোর কারিগরদের কাটাতে হয় নির্ঘুম। লাখাই উপজেলার লাখাই বাজার ও আশপাশ সংলগ্ন লেপ – তোষক তৈরির দোকানগুলোতে ঘুরে দেখা যায়, ক্রেতাদের ভীড় এবং মালপত্রে ঠাসা।
উপজেলার সন্তোষপুর গ্রামের মিয়াধন মিয়া নামে একজন লেপ কারিগর জানান, ক্রেতাদের চাহিদা অনুযায়ী লেপ বিক্রি করছেন ১২০০ টাকা থেকে ১৫০০ টাকা, তোষক বিক্রি করছেন ১৫০০- ২৫০০ টাকা। পুরো শীত জুড়ে এই ব্যবসার প্রসার থাকায় এ সময় দিনরাত কাজ করতে হয়। তিনি বিগত বছরে শীতের সময়টুকু প্রায় ২৫০ টি লেপ/ তোষক বিক্রি করেছেন। প্রতিটি দোকানে পুরোদমে চলছে শীত নিবারনের উপকরণ তৈরির কাজ। যাদের সার্মথ্য কম তারা ও বাজারের অস্থায়ী দোকানগুলোতে কম দামে শীতের পোশাক ও কম্বল কিনতে ভীড় জমাচ্ছেন।

