লাখাইয়ে টমটম উল্টে চালক নিহত

জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৯ অক্টোবর ২০২০, ৭:২১ অপরাহ্ণ
হবিগঞ্জ – লাখাই সড়কে টমটম উল্টে চালক নিহত হয়েছে। নিহত টমটম চালক জাহাঙ্গীর( ৩৫) মিয়া করাব গ্রামের বাসিন্দা সমরাজ মিয়ার ছেলে।
শুক্রবার সকাল নয়টার দিকে উপজেলার করাব নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, টমটমটি করাব বাজার থেকে গরুর খাদ্য বোঝাই করে পশ্চিম করাব নামক স্থানে রওয়ানা দিয়েছিল।
কিছুক্ষণ যাওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়লে চালক টমটমের নিচে চাপা পড়ে মারা যায় । পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন । নিহতের মৃত্যুর খবরটি নিশ্চিত করেন সদর আধুনিক হাসপাতালের চিকিৎসক দিপঙ্কর পোদ্দার।

