Logo

রমজানে অফিস ৯টা থেকে সাড়ে ৩টা

জাগো নিউজ
জাগো নিউজ : সোমবার, মার্চ ২৮, ২০২২

image_pdfimage_print

আসন্ন পবিত্র রমজান মাসে সরকারি ও আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য অফিস সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী অফিস কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত।

তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে এই সিদ্ধান্ত হয়। করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধ থাকার পর এদিনই সশরীর এ বৈঠক হয়।

পরে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, ‘রমজানে সরকারি কার্যালয় চলবে সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত। সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজ।’

বৈঠকে উপস্থিত বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বরাত দিয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, পবিত্র রমজানে ব্যাংকে কার্যক্রম চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল চারটা পর্যন্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

অন্যান্য সংবাদ
Theme Created By ThemesDealer.Com
x
error: কপি করা নিষেধ !
x
error: কপি করা নিষেধ !