Logo

যুক্তরাজ্য বিএনপির সম্পাদকের শ্বশুড় এওলা মিয়াকে মনোনয়ন দেয়ায় বিক্ষোভ

করেসপন্ডেন্ট, নবীগঞ্জ
জাগো নিউজ : বৃহস্পতিবার, অক্টোবর ২৮, ২০২১

image_pdfimage_print

নবীগঞ্জ উপজেলার ৪নং দীঘলবাক ইউনিয়নে চেয়ারম্যান পদে যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদের শ্বশুড় আবু সাঈদ এওলা মিয়াকে আওয়ামীলীগের মনোনয়ন দেয়ায় মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার দীঘলবাক ইউনিয়নের রায়ঘর-বহরমপুর গ্রামের রাস্তায় স্থানীয় গ্রামবাসীর উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন, দীঘলবাক ইউনিয়ন আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আবদুল্লাহ মিয়া, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আব্দুর রউফ, সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ, ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক জগলু মিয়া, আওয়ামীলীগ নেতা কালিছ মিয়া, নান্দার মিয়া, আনোয়ার মিয়া, স্বপন মিয়া, সাদ মিয়া, দেওয়ান খান, মনির মিয়া, আকল মিয়া, গোলাপ মিয়া, আব্দুস সামাদসহ ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় বক্তরা বলেন, দীঘলবাক ইউনিয়নে চেয়ারম্যান পদে আবু সাঈদ এওলা মিয়াকে আওয়ামীলীগের মনোনয়ন দেয়া হয়েছে। এই এওলা মিয়ার আপন ভাগ্নে ও মেয়ের জামাতা যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ। আবু সাঈদ এওলা মিয়ার শ্যালক জামাল চৌধুরী ইনাতগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক । বক্তারা অভিযোগ করে, বিএনপি জামাতের এজেন্ট আবু সাঈদ এওলা মিয়ার আওয়ামীলীগের দলীয় মনোনয়ন অতিদ্রুত বাতিল করার দাবী জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

অন্যান্য সংবাদ
Theme Created By ThemesDealer.Com
x
error: কপি করা নিষেধ !
x
error: কপি করা নিষেধ !