হবিগঞ্জর নবীগঞ্জ উপজেলায় ১ম ডোজ টিকা গ্রহণের পর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ না করেই মোবাইলে খুদেবার্তা আসে দ্বিতীয় ডোজ গ্রহণ সম্পন্ন হয়েছে। এঘটনায় শুরু হয় আলোচনা। তবে ম্যাসেজ যাওয়া ব্যক্তিরা নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে টিকা গ্রহণ করেছেন। এতে কোনো ব্যাঘাত সৃষ্টি হচ্ছেনা ।
কারিগরি ত্রুটির কারণে এমন ঘটনা ঘটলেও মানুষ ম্যাসেজ পাওয়ার পরও স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে টিকা গ্রহণ করছেন।
স্বাস্থ্য বিভাগ বলছে, সার্ভার জটিলতার কারণে ও টিকা গ্রহণকারীর টিকা কার্ডের কিউআর কোর্ড স্ক্যান না করায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। তবে দ্বিতীয় ডোজ না নিয়েও খুদেবার্তা পাওয়া লোকদের সনাক্তের প্রক্রিয়া চলছে। তাদের দ্বিতীয় ডোজের টিকা পেতে কোনো প্রতিবন্ধকতার মুখে পড়তে হবে না
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ৭ আগস্ট গণটিকা কর্মসূচিতে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাদান কেন্দ্রে এসে সাত হাজার ৭৯০ জন প্রথম ডোজ নিয়েছিলেন। এর ঠিক এক মাস পর ৭ সেপ্টেম্বর (মঙ্গলবার) দ্বিতীয় ডোজ গ্রহণ করেন ছয় হাজার ৯৩২ জন। ওইদিন টিকা নিতে আসেননি প্রথম ডোজ নেওয়া ৮৫৮ জন। সেদিন দ্বিতীয় ডোজ নিতে আসা কিছু মানুষের কার্ডের কিউআর কোড স্ক্যান করা সম্ভব হয়নি। ফলে কারা টিকা নিয়েছেন তা শনাক্ত করা যায়নি। এর ফলে প্রথম ডোজ নেওয়া সবাইকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে মর্মে ম্যাসেজ পাঠানো হয়েছে। এর মধ্যে উপজেলার ১৩ ইউনিয়নের দ্বিতীয় ডোজ না নেওয়া ৮৫৮ জনের কাছেও একই মেসেজ পৌঁছে। খুদেবার্তা যাওয়ার পরও অনেক ব্যক্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করে দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করেছেন।