মেট্রো ওয়াশিংটন যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হলেন আজিম

জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৮ ডিসেম্বর ২০২০, ৪:৩৭ অপরাহ্ণ

বিশেষ ব্যক্তিগত কারণে মেট্রো ওয়াশিংটন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সর্বজিত দাস তূর্য বাংলাদেশ সফরে যাওয়ায় সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আজাহার উদ্দিন আজিমকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।
তিনি দীর্ঘদিন যাবত মেট্রো ওয়াশিংটন আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি ছাত্র রাজনীতিতে সফল একজন আওয়ামী কর্মী ।
মেট্রো ওয়াশিংটন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সর্বজিত দাস তূর্য বলেন, সবরকম নিয়ম কানুন মেনেই আজাহার উদ্দিন আজিমকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজাহার উদ্দিন আজিম বলেন, বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে আমার উপর অর্পিত দায়িত্ব আমি সঠিকভাবে পালন করার জন্য সচেষ্ট থাকব। তিনি দেশবাসীর দোয়া কামনা করেন।

