হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের মামদপুর শাহী ঈদগা জামে মসজিদ শাখার উদ্যোগে দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের সমাপনী উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে মসজিদ প্রাঙ্গণে উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে মামদপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বি গনি মিয়ার সভাপতিত্বে ও হাফিজ আক্তার মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- শাহী ঈদগা জামে মসজিদের নাজিম আবুল খয়ের কায়েদ। বিশেষ অতিথি ছিলেন- বিশিষ্ট সমাজ সেবক আমিনুর রহমান এলাইছ, নবীগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি এম এ মুহিত, সাংবাদিক ছনি চৌধুরী, হাজী চান মিয়া, টনু মিয়া, নতুন মিয়া, জালাল, মিয়া মৌলানা সাব্বির, শেখই মিয়া, হাফেজ আঃমান্নান, আলাল মিয়া প্রমূখ।