“মানব সেবা ফাউন্ডেশন” থেকে এক অস্বচ্ছল পরিবারকে অটো রিকশা প্রদান
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৮ সেপ্টেম্বর ২০২০, ১২:১৮ পূর্বাহ্ণ“মানুষ মানুষের জন্য” এই শ্লোগানকে প্রতিপালিত করতে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের একটি অস্বচ্ছল বৃদ্ধ পরিবারকে একটি অটো রিকশা প্রদান করেছে “মানব-সেবা ফাউন্ডেশন” নামে একটি সামাজিক সংগঠন।
আজ বিকেলে পানিউমদা ইউনিয়নের হরতকি-পাড়া এলাকার বৃদ্ধ রহিমউল্লা ও উনার স্ত্রী হাতে ব্যাটারি চালিত নতুন একটি অটো রিস্কার চাবি তুলে দেন মানব-সেবা ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।
মোহাম্মদ সাদেক আহমেদের সঞ্চালনায় এসময় অটো রিকশা বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্বে করেন আসিম উদ্দিন। বক্তব্য রাখেন, জুনাব আলী, মনরউদ্দিন ভুট্ট মিয়া,মজলু আহমেদ মুজিব আহমেদসহ আরও অনেকেই।
বক্তব্যে বক্তারা বলেন, আর্ত-মানবতার কল্যাণে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। দেশ বিদেশের যারা অর্থ দিয়ে শ্রম দিয়ে সহায়তা করেছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। বিশেষ করে কার্যকরী সংসদ কমিটির প্রধান সুরুজ মিয়া, কাতার প্রবাসী রুবেল আহমেদ, রুমন আহমেদ, সৌদি প্রাবাসী কাসেমের মাধ্যমে যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান । মানব-সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে ধন্যবাদ জানান যুক্তরাজ্য প্রবাসী হান্নান রহমান,সার্জেন্ট উজ্জ্বল রায়ের প্রতি। সেই সাথে প্রশাসনের দায়িত্বরত সার্জেন্ট উজ্জ্বল পেশাগত কাজে শত ব্যস্ততার মধ্যেও যে মানুষের পাশে দাড়ানো যায় তার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছেন সার্জেন্ট উজ্জ্বল রায়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাদি আহমেদ, মুকিদ আহমেদ, মামুন মিয়া, ওয়াজেদ আলী, পারভেজ, জুয়েল রানা, হাবিব আহমেদ,মেহেদি মাহেদ, শাওন, বাবুল, রুপন, লুতফুর, রনি সহ প্রমুখ ।