মাধবপুরে ডাকাত শুক্কুর গ্রেফতার

জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৫ জুন ২০২০, ৩:০০ অপরাহ্ণ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্তঃজেলা ডাকাত দলের সদস্য একাধিক মামলার পলাতক আসামী মনিরুল ইসলাম শুক্কুর (২৮) কে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার দুপুরে ছাতিয়াইন পুলিশ ফাঁড়ির ইনচার্জ(ইন্সপেক্টর) কামরুল হাসান গোপন সুত্রে খবর পেয়ে রতনপুর এলাকায় অভিযান চালিয়ে মনিরুল ইসলাম শুক্কুর কে গ্রেফতার কে ।
সে ছাতিয়াইন গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে। ইন্সপেক্টর কামরুল হাসান জাগো নিউজকে জানান, শুক্কুরের বিরুদ্ধে ৬ টি ডাকাতি মামলা ও একটি গ্রেফতারী পরোয়ানা রয়েছে।
