মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে কারাদণ্ড

জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৭ এপ্রিল ২০২১, ৫:৫৮ অপরাহ্ণ
হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে সাদ্দাম চৌধুরী (২৭) নামে এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার (৭ এপ্রিল) দুপুরে মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মহিউদ্দিন আহামেদ মোবাইল কোর্ট পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।
জানা যায়-বেশ কিছুদিন ধরে উপজেলার পূর্ব আন্দিউড়া ব্রীজের নিকটে অবৈধ ভাবে বালু উত্তোলন করে আসছিল একটি চক্র। বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মহিউদ্দিন আহামেদের নেতৃত্বে অভিযান পরিচালনা করে সাদ্দাম চৌধুরী নামে এক ব্যক্তি আটক করা হয়। পরে মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মহিউদ্দিন আহামেদ মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে সাদ্দামকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মহিউদ্দিন আহামেদ মোবাইল কোর্ট পরিচালনার সত্যতা নিশ্চিত করেছেন।

