Logo

ভূমিকম্পে ৬ বার কেঁপে উঠলো সিলেট

জাগো নিউজ
জাগো নিউজ : শনিবার, মে ২৯, ২০২১

image_pdfimage_print

কয়েক ঘণ্টার ব্যবধানে ছয় বার মৃদু ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেট নগরী। এত অল্প সময়ে এতবার কম্পন অনুভূত হওয়ায় নগরীতে বিরাজ করছে আতঙ্ক।

স্থানীয় আবহাওয়া অফিসের কর্মকর্তা জানান, প্রথমে ১০ টা ৩৭ মিনিটে কয়েক সেকেন্ড ভূমিকম্প স্থায়ী হয়। এরপর ১০টা ৫১ মিনিটে হয় দ্বিতীয়টি। এর প্রায় ১২ মিনিট পর ১১টা ৩ মিনিটে তৃতীয়টি এবং তারও প্রায় আধাঘণ্টা পর চতুর্থ কম্পন অনুভূত হয় নগরীতে। এরপর দুপুর দুপুর দুইটায় আবার কেঁপে উঠে শহর। সবশেষ ২টা ৯ মিনিটে আবারও ভূমিকম্প অনুভব করে সিলেটের মানুষ। আতঙ্কে অনেকে বহুতল ভবন থেকে দ্রুত নেমে আসেন রাস্তায়।

মৃদু ভূমিকম্পগুলো একেকটি একেক মাত্রার। তবে এর মধ্যে রিখটার স্কেলে ৪.১ মাত্রার ভূমিকম্পও আছে। ভূমিকম্পগুলোর কয়েকটির উৎপত্তিস্থল সিলেটেই। এছাড়া, ভারতের আসামেও উৎপত্তিস্থল শনাক্ত হয়েছে। এসব কম্পনে প্রাথমিকভাবে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে, গত ২৮ এপ্রিল সকাল ৮টা ২২ মিনিটে সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছিল। যার উৎপত্তিস্থল ছিল ভারতের আসামে এবং রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

অন্যান্য সংবাদ
Theme Created By ThemesDealer.Com
x
error: কপি করা নিষেধ !
x
error: কপি করা নিষেধ !