Logo

ভাইয়ের কুড়ালের আঘাতে ভাইয়ের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
জাগো নিউজ : শুক্রবার, মার্চ ৫, ২০২১

image_pdfimage_print

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পূর্ব বিরোধের জের ধরে খালাতো ভাইয়ের কুড়ালের আঘাতে মোহাম্মদ আলী (৪০) নামে অপর খালাতো ভাইয়ের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৫ মার্চ) সকালে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মোহাম্মদ উপজেলার নোয়াপাড় গ্রামের আব্দুল খালেক মিয়া ছেলে।

জানা যায়, মাধবপুরে গত ২২ ফেব্রুয়ারি মোহাম্মদ আলী সাথে তার খালাতো ভাই বাহার উদ্দিনের সাথে তুচ্ছ বিষয় নিয়ে বাকবিতন্ডা হয়। এ সময় বাহারের দাড়ালো কুড়ালের আঘাতে গুরুতর আহত হন মোহাম্মদ আলী।

রক্তাক্ত অবস্থায় তৎক্ষণিক স্থানীয় লোকজন তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঢাকায় প্রেরণ করেন। পরবর্তীতে ঢাকায় চিকিৎসা শেষে পুনরায় মোহাম্মদ আলীকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তিনি মারা যান।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল রাজ্জাক নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন- এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

অন্যান্য সংবাদ
Theme Created By ThemesDealer.Com
x
error: কপি করা নিষেধ !
x
error: কপি করা নিষেধ !