বৈষ্ণব বাউল রাধারমন দত্ত’র প্রয়াণ দিবসে মাছরাঙা টিভিতে গান গাইবেন- বাউলা দিপু

জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৭ নভেম্বর ২০২০, ১০:৫৭ অপরাহ্ণ
বাংলা সঙ্গীতের এক উজ্বল দিকপাল রাধা রমন দত্ত। সিলেট অঞ্চলের বিখ্যাত ধামাইল গানের প্রবর্তকও বলা হয় তাকে। দেহতত্ত্ব, বিচ্ছেদী, বৈষ্ণব পদাবলীসহ হাজারো গানের রচয়িতা ও সুরস্রষ্টা; রাধা রমন দত্ত্বের প্রয়াণ দিবস আগামী মঙ্গলবান।
মরমী এই সাধকের প্রয়াণ দিবসে মাছরাঙ্গা টিভির সংঙ্গীত অনুষ্ঠানে গান গাইবেন বর্তমান বাউল জগতের অতি পরিচিত মুখ বাউলা দিপু।
আগামী ১০ নভেম্বর মঙ্গলবার সকাল ৭ ঘঠিকায় সম্প্রচারিত হবে অনুষ্ঠানটি। বাউলা দিপুর কণ্ঠে গাওয়া মোট ৯ টি গান প্রচার হবে।
উল্লেখ, সহজিয়া সাধক ও গীতিকবি রাধারমন ১৮৩৩ সালে ভাটির জনপদ সুনামগঞ্জের জগন্নাথপুরে জন্মগ্রহন করেন। মৃত্যুবরণ করেন ১৯১৫ সালে। তিনি যে সব গান রচনা করে গেছেন, তার জন্য সবার কাছেই সমাদৃত। তাকে বলা হয় বাংলা লোকসংগীতের দিকপাল। মানবতাবাদী দার্শনিক। রাধারমনের গান দেশের পরিসরেই নয়, বিশ্বপরিমন্ডলেও পরিচিত তার নাম। এরকম একজন লোককবির সৃষ্টি সংরক্ষণের পাশাপাশি সুর ও কথার বিকৃত না করে, বাণী চর্চার আহবান গবেষকদের।
রাধারমন দত্ত কেবল গীতিকারই নন, তিনি একাধারে ছিলেন কবি, সাধক ও সুর স্রষ্টা। যার গানে উঠে এসেছে ভাটি অঞ্চলের কাদামাটির সোঁদা গন্ধ।

