বুড়িগঙ্গায় লঞ্চডুবি : এ পর্যন্ত ২৫জনের লাশ উদ্ধার

জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৯ জুন ২০২০, ৯:৪৯ পূর্বাহ্ণ
বুড়িগঙ্গায় মুন্সীগঞ্জ থেকে আসা ‘মর্নিং বার্ড’ নামের একটি যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনা ঘটেছে। লঞ্চে ৫০ যাত্রী ছিল জানা গেছে। তবে স্থানীয়দের দাবি, লঞ্চে আড়াইশ’ থেকে তিনশ’ যাত্রী ছিল। দু’টি লঞ্চের সংঘর্ষের পর এ দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত অন্তত ২৫টি লাশ উদ্ধার করা হয়েছে। আরও অনেকে এখনও নিখোঁজ আছেন।
তাদের সন্ধানে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট, নৌবাহিনীর ডুবুরি দলের সদস্য এ স্থানীয়রা।
সোমবার দুপুর ১২টা পর্যন্ত ২৫ জন উদ্ধারের খবর পাওয়া যায়। ইতোমধ্যে উদ্ধারকারী জাহাজ নারায়ণগঞ্জ থেকে রাওয়ানা দিয়েছে।
এর আগে সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ৯টার দিকে বুড়িগঙ্গার শ্যামবাজার এলাকায় লঞ্চডুবির ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার ববলেন, মুন্সীগঞ্জের কাঠপট্টি থেকে ৫০ জন যাত্রী নিয়ে মর্নিং বার্ড নামের একটি ছোট লঞ্চ ঢাকায় আসছিল। শ্যামবাজার এলাকায় ভোলা থেকে আসা কর্ণফুলি ১২ লঞ্চের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় রানিং সান লঞ্চটা ডুবে যায়।
লঞ্চটি উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরিরা কাজ করছে। এছাড়াও নৌপুলিশ ও নৌবাহিনী কাজ করছে। উদ্ধার কাজে সহযোগিতা করতে নারায়ণগঞ্জ থেকে একটি জাহাজ ঘটনাস্থলে পৌঁছেছে।
