বাহুবলে মা-মেয়ের গলাকাটা লাশ উদ্ধার
![](https://jago.news/images/icon.png)
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৮ মার্চ ২০২১, ১২:৩৮ অপরাহ্ণ![](https://jago.news/wp-content/uploads/2021/03/hb.jpg)
হবিগঞ্জের বাহুবলে ভাড়া বাসা থেকে অঞ্জলি মালাকার (৩০) ও তার মেয়ে পূজা রাণী দাশ (৮) রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮মার্চ) উপজেলার দিগম্বর বাজারে ওই বাড়ি থেকে মরদেহ দুটি উদ্ধার করে বাহুবল থানা পুলিশ।
স্থানীয়রা জানায়, ওই বাজারে একটি ৩ তলা বাসার ৩য় তলায় স্ত্রী-কন্যা নিয়ে বাস করতেন স্থানীয় কাঁচামাল ব্যবসায়ী সঞ্জিত দাশ।
সঞ্জিত দাশ জানান- গতকাল ব্যবসার কাজে সুনামগঞ্জ যান তিনি। আজ সকালে বাসায় ফিরে তিনি মৃতদেহ দেখতে পান। তিনি বলেন- গতকাল রাতে স্ত্রী অঞ্জলি মোবাইল ফোনে তাঁকে নিরাপত্তাহীনতার কথা জানিয়ে ভোরে চলে আসতে অনুরোধ করেছিলেন।
এদিকে, ঘটনার খবর পেয়ে বাহুবল থানা পুলিশ ও পিবিআই ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কি কারণে এ হত্যাকান্ড বা কারা জড়িত, তা নিশ্চিত হতে পারেনি পুলিশ। ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় তাদের হত্যা করা হয়।
![](https://jago.news/wp-content/uploads/2024/02/WEB.png)