Logo

বাহুবলে দুইপক্ষের মধ্যে সংঘর্ষে কৃষক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
জাগো নিউজ : শনিবার, ফেব্রুয়ারি ৬, ২০২১

image_pdfimage_print

হবিগঞ্জের বাহুবলে দু’পক্ষের সংঘর্ষে জামান মিয়া (৩৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন উভয় পক্ষের আরও ৫ জন।

শুক্রবার দুপুরে উপজেলার ফতেহপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত জামান মিয়া ওই গ্রামের গেদা মিয়ার ছেলে।

জানা যায়, বাহুবল উপজেলার ফতেহপুর গ্রামের জামান মিয়ার সাথে একই গ্রামের মকবুল হোসেনের ছেলে সজলু মিয়ার মধ্যে জমিতে পানি সেচ নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুইজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

খবর পেয়ে দুই পরিবারের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে জামান মিয়া গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসক দুলন দেব জানান, জামান মিয়ার বুকে বল্লমের আঘাত লেগেছে। যে কারণে তার মৃত্যু হয়েছে।

বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান- নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।তবে কি নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে সে বিষয়ে কিছু বলতে পারেননি। তিনি বলেন, ‘আমরা ঘটনাস্থলে রয়েছি। বিষয়টি সম্পর্কে খোঁজ-খবর নিচ্ছি’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

অন্যান্য সংবাদ
Theme Created By ThemesDealer.Com
x
error: কপি করা নিষেধ !
x
error: কপি করা নিষেধ !