বাহুবলের ইউএনও করোনায় আক্রান্ত
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৪ সেপ্টেম্বর ২০২০, ৫:২২ অপরাহ্ণহবিগঞ্জের বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্নিগ্ধা তালুকদার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সিভিল সার্জনের কার্যালয় থেকে পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে তার করোনা পজিটিভ আসে।
এ তথ্য জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খৃস্টফার হিমেল রিছিল। ইউএনও বর্তমানে সরকারি বাংলোয় আইসোলেশনে রয়েছেন।
খৃস্টফার হিমেল রিছিল জানান, গত শনিবার জ্বর এবং হালকা শ্বাসকষ্টে ভুগলে কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা দেন ইউএনও। রোববার পাওয়া রিপোর্টে তিনি করোনায় আক্রান্ত শনাক্ত হন। জ্বর-শ্বাসকস্টের পাশাপাশি তার মাথাব্যথাও রয়েছে।
করোনা সংক্রমণ শুরুর পর থেকেই নিয়মিত সরকারি দায়িত্ব পালন করে যাচ্ছেন ইউএনও স্নিগ্ধা তালুকদার। কর্মহীন ও বন্যার্তদের মাঝে সরকারি সহায়তা বিতরণ, উপজেলাজুড়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ এবং ভোক্তা অধিকার নিশ্চিতে তার তৎপরতা জেলাজুড়ে প্রসংশা কুড়িয়েছে।