বানিয়াচংয়ে টমটম ধাক্কায় পথচারী মহিলা নিহত

জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১২ অক্টোবর ২০২০, ২:৫৭ অপরাহ্ণ

হবিগঞ্জ বানিয়াচং উপজেলার ১নং উত্তর পূর্ব ইউনিয়নে টমটম ধাক্কায় পথচারী বৃদ্ধা মহিলা নিহত হয়েছেন। নিহত সামিনা আক্তার বয়স (৬৫) বানিয়াচং উপজেলার ২নং উত্তর পশ্চিম ইউনিয়নের মৃত আমির হোসেনের স্ত্রী।
(১২ অক্টোবর) সোমবার সাড়ে ১১ ঘটিকার সময় উপজেলার ১নং উত্তর পূর্ব ইউনিয়নের আব্দুল লতিফ জামে মসজিদ সংলগ্ন স্থানে আদর্শ বাজার থেকে যাওয়া বাগ মহল্লার মোহাম্মদ আলীর পুত্র ময়না মিয়ার টমটমে এ দূর্ঘটনা ঘটে।
এ ব্যাপারে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন ”জাগো নিউজ” জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

