বাংলার গায়েনে চ্যাম্পিয়ন বাঁধন ॥ অভিনন্দন জানালেন এমপি আবু জাহির
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২২ ডিসেম্বর ২০২২, ৩:২৩ অপরাহ্ণআরটিভির বাংলার গায়েন সিজন-২ এর চূড়ান্ত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে হবিগঞ্জের কণ্ঠশিল্পী বাঁধন মোদক। গতকাল তাঁর হাতে পুরস্কার তুলে দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী মোহাম্মদ হাছান মাহমুদ।
এদিকে বাধন মোদক গায়েন সিজন-২ এর চূড়ান্ত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। বাঁধন মোদককে অভিনন্দন জানিয়ে এমপি আবু জাহির তাঁর ভেরিফাইড ফেসবুক পেজে লিখেন,‘শুভেচ্ছা ও অভিনন্দন বাংলার গায়েন সিজন-২ এর চূড়ান্ত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আমাদের হবিগঞ্জের বাঁধন মোদককে। তোমার কন্ঠের মাধুর্যতায় বাংলার গান হোক আরো সুমধুর আর ছড়িয়ে পড়ুক বিশ্বব্যাপি।’
প্রসঙ্গত, বাঁধন মোদক হবিগঞ্জের লাখাই উপজেলার পূর্ব বুল্লা গ্রামের অঞ্জন মোদক ও জবা রাণী মোদকের সন্তান।