বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে এতিমদের নিজ হাতে খাওয়ালেন এমপি মিলাদ গাজী

জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৬ আগস্ট ২০২১, ৭:২৪ অপরাহ্ণ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় দুই শতাধিক এতিম ও দুস্থ শিশুদের মুখে খাবার তুলে দিয়েছেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ।
রবিবার (১৬ আগস্ট) রাতে নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের দেবপাড়া গ্রামস্থ সংসদ সদস্যের নিজ বাসভবনে দুই শতাধিক এতিম দুস্থ শিশুদের মাঝে নিজ হাতে খাবার পরিবেশন করেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ। এতে আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

