প্রত্যন্ত অঞ্চলের বন্যার্তদের পাশে ইউনাইটেড নবীগঞ্জ

জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩০ জুন ২০২২, ১১:৪০ পূর্বাহ্ণ

প্রত্যান্ত অঞ্চল হিসেবে পরিচিত নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নের বন্যার্ত তিন শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘ইউনাইটেড নবীগঞ্জ’।
আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে বন্যায় ক্ষতিগ্রস্তদের খাদ্য সহায়তা পৌঁছে দিতে গত একমাস ধরে কাজ করছে নবীগঞ্জ উপজেলার অন্যতম পরিচিত সামাজিক সংগঠন ‘ইউনাইটেড নবীগঞ্জ’। বন্যায় ক্ষতিগ্রস্ত ও আশ্রয়হীনদের জরুরী খাদ্য, ঔষধ, বিশুদ্ধ পানি, আশ্রয়, অ্যাম্বুলেন্স সেবার পাশাপাশি অক্সিজেন সেবার ব্যবস্থা করেছে এ সংগঠন।
বুধবার ক্যাম্পেইন ফর নবীগঞ্জ এর চলমান সহযোগীতার অংশ হিসেবে অষ্টম প্রজেক্টের আওতায় নবীগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চল হিসেবে খ্যাত বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নের আমড়াখাইর, ফতেহপুর ও সোনাপুর গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত তিন শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে ইউনাইটেড নবীগঞ্জ। সংগঠনের পক্ষ থেকে ঘরে-ঘরে বানবাসী মানুষের হাতে খাবারের প্যাকেট পৌঁছে দেয়া হয়।
উল্লেখ্য, নবীগঞ্জ উপজেলায় ৮টি প্রজেক্টের আওতায় প্রায় ৬ হাজারের বেশি বন্যার্ত মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে ইউনাইটেড নবীগঞ্জ।
সামাজিক সংগঠন ‘ইউনাইটেড নবীগঞ্জ’ এর সদস্য আকমল হোসেন টিটু বলেন- আমাদের নবম প্রজেক্টের আওতায় আড়াইশ পরিবারকে চাল, ডাল, পেয়াজ, আলু, স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ঔষধ দেয়া হবে । পরবর্তীতে আমাদের সহায়তা অব্যাহত থাকবে।

