নবীগঞ্জ উপজেলার পূর্ব বড় ভাকৈর ইউনিয়নে নারী নির্যাতন,ধর্ষণ ও অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে পূর্ব বড় ভাকৈর ইউনিয়নের ফার্মের বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।
পুলিশিং কমিটির সভাপতি মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে এসআই ফারুকের পরিচালনায় বক্তব্য রাখেন- পূর্ব বড় ভাকৈর ইউনিয়নের চেয়ারম্যান আশিক মিয়া, সাবেক চেয়ারম্যান মেহের আলী মহালদার, ইউপি সদস্য রমজান মিয়া, আনোয়ার মিয়া, কাজল মিয়া, মহিলা মেম্বার নুর জাহান বেগম, আসমানী বেগম, নিজামুল হক ত্রীমন প্রমুখ।
বক্তারা, নারী নির্যাতন,ধর্ষণ ও অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে সকলকে সম্মিলিত ভাবে এক যোগে কাজ করার আহবান জানান।