গত ২২ ডিসেম্বর হবিগঞ্জ শহরে বিএনপির সমাবেশ’কে কেন্দ্র করে বিএনপি ও পুলিশের মধ্যে সংঘটিত সংঘর্ষের ঘটনায় হবিগঞ্জ জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক শাহীন তালুকদার’কে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করেছে নবীগঞ্জ থানা পুলিশ। গত শুক্রবার সকালে তাদেরকে কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে।
সূত্রে জানা যায়, ২২ ডিসেম্বর হবিগঞ্জ শহরে সমাবেশের ডাক দেয় বিএনপি। এতে কেন্দ্রীয় বিএনপির ঁজাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। উক্ত সমাবেশে যোগ দিতে পুলিশের বাধাঁ উপেক্ষা করে নবীগঞ্জ উপজেলাসহ বিভিন্ন উপজেলার বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহন করেন। এ সময় পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের সাথে সংঘর্ষ বাধেঁ। সংঘর্ষে পুলিশসহ শতাধিক বিএনপির নেতাকর্মী আহত হয়। এ ঘটনায় মামলা হলে জেলার বিভিন্ন স্থানে পুলিশ অভিযান চালায়।
বৃহস্পতিবার দিবাগত রাত ৩ টার দিকে নবীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক পাঞ্জারাই গ্রামের শাহীন তালুকদারসহ ৪ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এদের গ্রেফতারের খবরে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের মাঝে বিরুপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই গাঁ ঢাকা দিয়েছেন পুলিশি গ্রেফতার এড়াতে। এদিকে শাহীন তালুকদার’কে গ্রেফতার এর করায় বাংলাদেশ জাতীয়তা যুবদল কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হয়েছে।