পানিতে ডুবে দুইবোনের মৃত্যু

জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৬ জুন ২০২১, ১১:২৭ অপরাহ্ণ
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
বুধবার (১৬) রাত ১০টায় বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এমরান হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।
নিহতরা হলেন, উপজেলার দক্ষিন-পূর্ব ইউনিয়নের দেশমুখ্য পাড়া গ্রামের নুর মিয়ার মেয়ে তাসফিয়া আক্তার (৮) ও নুরফল মিয়ার নুসরাত আক্তার (৬) । নিহতরা সম্পর্কে একে অপরের চাচাতো বোন।
জানা যায়, তাসফিয়া সাতার জানলেও সাতার জানতো না নুসরাত। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে তাসফিয়া ও নুসরাত বাড়ির পাশ্ববর্তী একটি পুকুরে গোছল করতে নামে। এসময় নুসরাত পানিতে তলিয়ে যায়।
তাকে বাচাঁতে এগিয়ে যায় তাসফিয়া। পরে পানিতে ডুবে দুজনেরই মৃত্যু হয়। পরিবারের সদস্যরা অনেকস্থানে খুঁজাখুজির এক পর্যায়ে পুকুর থেকে দুইবোনের মৃতদেহ উদ্ধার করা হয়। এঘটনায় শোকের ছাঁয়া নেমে এসেছে নিহতের পরিবারে মাঝে।

