নবীগঞ্জে সাবেকমন্ত্রী দেওয়ান ফরিদ গাজী স্মৃতি সংসদের আয়োজনে অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে।
রবিবার (২৩ আগষ্ট) সকাল ১১ টায় নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা মহামারীতে নবীগঞ্জবাসীর স্বাস্থ্য সুরক্ষার জন্য নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার, হ্যান্ড স্যানিটাইজার ও উন্নতমানের N95 মাস্ক ও সার্জিক্যাল মাস্ক প্রদান করা হয়।
সাবেকমন্ত্রী দেওয়ান ফরিদ গাজীর তনয় বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা গাজী মোহাম্মদ আশফাক নাহেদ’র সার্বিক তত্ত্বাবধায়নে সিলেটের সাবেক ছাত্রনেতা যুক্তরাজ্যে প্রবাসী শিহাব খান ও মৌলভীবাজারের যুক্তরাজ্যে প্রবাসী মুত্তাকিন আলী মিসবাহ’র অর্থায়নে এসব স্বাস্থ্য সুরক্ষা প্রদান করা হয়।
দেওয়ান ফরিদ গাজী স্মৃতি সংসদ নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুহিতুর রহমান রনি’র সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি ওহি দেওয়ান চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, শাহ্ রিজভী আহমেদ খালেদ, যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা শাহ্ শহিদ আলী, নবীগঞ্জ পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুস ছালাম, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক খয়রুল বশর চৌধুরী, পৌর যুবলীগের যুগ্ম-আহবায়ক হাবিবুর রহমান হাবিব, পৌর আওয়ামীলীগের সদস্য এটিএম রুবেল, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইকবাল আহমেদ বেলাল, উপজেলা যুবলীগ নেতা দিব্যেন্দু ধর দিপন, পিন্টু রায়, ডাঃ ইমরান আহমেদ, ইউনিয়ন পরিষদ সদস্য সামছুন্নাহার, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আলমগীর চৌধুরী সালমান, মাওঃ খালেদ, কলেজ ছাত্রলীগের সাজু আহমেদ হৃদয়, আমিনুল ইসলাম প্রমুখ।