নবীগঞ্জ-বাহুবলকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো- এমপি মিলাদ গাজী
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৭ সেপ্টেম্বর ২০২০, ১১:০৫ অপরাহ্ণহবিগঞ্জের বাহুবলে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করেছে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ বাহুবল) আসনের সংসদ সদস্য,ও রেল মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি।
বৃহস্পতিবার বিকেলে মিরপুর-মৌলভীবাজার-শেরপুর (এন-২০৭) মহাসড়কের ১ কি.মি এ অবস্থিত মিরপুর বাজার অংশে রিজিড পেভমেন্ট নির্মাণ কাজ ও মিরপুর-ধুলিয়াখাল ০০-২৪১০ মিটার বিটুমিনাস সার্ফেসিং কাজ এবং মিরপুর-কচুয়াদি রাস্তা ০০-৯৩১ মিটার বিটুমিনাস সার্ফেসিং ও স্নানঘাট কমিউনিটি ক্লিনিকসহ প্রায় ১২ কোটি টাকা কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনকালে এমপি মিলাদ গাজী বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, দেশে অভাবনীয় উন্নয়ন হচ্ছে, আরও হবে। নবীগঞ্জ বাহুবলকে আধুনিক উপজেলা গড়ে তুলছে আমার যা যা করতে হয় করি করবো, এই উন্নয়নের দ্বারা অব্যাহত থাকবে।